সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২২, ০০:০০

হাজীগঞ্জে মার্ক গ্রুপ অব কোম্পানীর প্রধান কার্যালয় উদ্বোধন
কামরুজ্জামান টুটুল ॥

দেশের ধারাবাহিক উন্নয়নে অংশীদার ‘মার্ক গ্রুপ অব কোম্পানী’র প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হাজীগঞ্জের সোনাইমুড়িতে উক্ত কার্যালয়ের উদ্বোধন হয়। এতে করে উন্নয়নের দিক দিয়ে হাজীগঞ্জ আরো একধাপ এগিয়ে গেলো। একই সাথে স্থানীয়দের মধ্যে বড় একটা জনবলের কর্মসংস্থানের সুযোগ তৈরি হলো। ৮টি শিল্প প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় মফস্বলে করার মতো ব্যবসায়িক চ্যালেঞ্জ নিলেন উক্ত প্রতিষ্ঠানের ব্যবস্থপনা পরিচালক ও সোনাইমুড়ি গ্রামের সন্তান ইঞ্জিঃ মমিনুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব কর্পোরেট ব্যাংকিং মোঃ আলমগীর কবির।

মার্ক গ্রুপ অব কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিঃ মোঃ মমিনুল হকের সভাপ্রধানে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ফাস্ট ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব ব্রাঞ্চ সৈয়দ গোলাম মোস্তাক।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওঃ জসিম উদ্দিন। অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান মার্ক গ্রুপ অব কোম্পানীর পরিচালক মোস্তফা কামাল সুমন ও কাজী আরমান হোসেন। কোম্পানীর সিনিয়র প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক কর্মকর্তা মোঃ মেহরাব ও আরিফ হোসেন, ফাউসান বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার ডিলান ইউ ফান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ আমিনুল ইসলামসহ অন্যান্য অতিথি, মার্ক গ্রুপের সিনিয়র প্রকৌশলী মোঃ জয়নাল আবেদীন, মোঃ ছাদেক হোসেন, কর্মকর্তা মোঃ হারুন রশিদ, মোঃ আব্দুস সাত্তার, মোঃ মঞ্জুর আলম শাহীন, মোঃ শহীদ উল্যাহ্ মিয়াজী, মোঃ দুদু মিয়াজী ও ওয়াহিদুর রহমান সেলিমসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, মার্ক গ্রুপ অব কোম্পানীর অঙ্গ প্রতিষ্ঠানগুলো হলো মার্ক বির্ল্ডাস লিমিটেড, মার্ক ডেভেলপার লিমিটেড, মার্ক কনস্ট্রাকশান, মার্ক ফ্লাওয়ার মিল, মার্ক ফিড মিল, মার্ক উড ফ্যাক্টরী, মার্ক ফ্রামিং লিমিটেড। ১৯৮৬ সালে যাত্রা শুরু করে ২০২১ সাল পর্যন্ত কোম্পানীটি ৮টি শিল্প প্রতিষ্ঠানে সুনামের সাথে দেশের উন্নয়নের অংশীদার হয়ে কাজ করছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়