সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২২, ০০:০০

বিশ্ব বিবেকানন্দ যুব দিবসের আলোচনা সভা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
স্টাফ রিপোর্টার ॥

বিশ^ বিবেকানন্দ যুব দিবস উপলক্ষে চাঁদপুরের ঐতিহ্যবাহী সেবা ও সাংস্কৃতিক সংগঠন বিবেকানন্দ যুব সংঘের আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, ঢাকা বিশ^বিদ্যালয়সহ অন্যান্য বিশ^বিদ্যালয়ে ভর্তিকৃত কৃতি শিক্ষার্থীসহ গুণীজনদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। গতকাল ১২ জানুয়ারি বুধবার বিকেলে শহরস্থ চাঁদপুর সাহিত্য একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রূপালী ব্যাংক লিমিটেড চাঁদপুর অফিসের জোনাল ম্যানেজার রূপক কুমার রক্ষিত। প্রধান বক্তার বক্তব্য রাখেন মানবিক সেবামূলক প্রতিষ্ঠান জীবনদীপের প্রতিষ্ঠাতা অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার। বিবেকানন্দ যুবসংঘের সভাপতি জয়রাম রায়ের সভাপ্রধানে সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক পলাশ মজুমদার।

সংগঠনের সহ-সভাপতি স্বেচ্ছায় রক্তদাতা মানিক পোদ্দারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, বিবেকানন্দ যুব সংঘের সাবেক সভাপতি চাঁদপুর কণ্ঠের চীফ রিপোর্টার বিমল চৌধুরী, বিশিষ্ট সংগঠক ইউনিএইড কোচিং সেন্টার চাঁদপুরের পরিচালক হাফিজ আল আসাদ, চাঁদপুর মুড়ি উৎসবের আহ্বায়ক মোঃ ফারুক ভূঁইয়া, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জিত কর, দুলাল চন্দ্র গোস্বামী, সাংবাদিক খোকন মজুমদার প্রমুখ।

আলোচনা শেষে চাঁদপুর জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর সংবর্ধিত অতিথি অ্যাডঃ রনজিত রায় চৌধুরীর অনুপস্থিতিতে তার পক্ষে সংবর্ধনা স্মারক গ্রহণ করেন তপন সরকার। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান ও বিভিন্ন বিশ^বিদ্যালয়ের ভর্তিকৃত কৃতী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়