প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২২, ০০:০০
আর্তমানবতার সেবায় রোটারী ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের পক্ষ থেকে অসহায় দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ১২ ডিসেম্বর বুধবার রাতে ক্লাব মিলনায়তনে দেড়শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে কম্বল তুলে দেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)।
রোটারী ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটাঃ সাখাওয়াত হোসেন শাকিলের সভাপতিত্বে ও সেক্রেটারী রোটাঃ এমএ হান্নানের পরিচালনায় বক্তব্য রাখেন রোটাঃ পিপি শেখ মনির হোসেন বাবুল, রোটাঃ মোঃ জামাল হোসেন, রোটাঃ শবেবরাত সরকার, রোটাঃ শরীফ মোঃ আশ্রাফুল হক, রোটাঃ আব্দুল বারী জমাদার মানিক, রোটাঃ নুরুল আমিন খান আকাশ, রোটাঃ ডাঃ মাসুদ হাসান, রোটাঃ মোস্তাক আহমেদ, রোটাঃ ডাঃ রাশেদা আক্তারসহ ক্লাবের সদস্যবৃন্দ।
পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) বলেন, পৃথিবীর সকল ভালো কাজ রোটারী ক্লাব করে থাকে। এই প্রতিষ্ঠানটি সারা বিশে^ মানবসেবায় কাজ করে যাচ্ছে। রোটারী ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল মানুষ এবং মানবতার কল্যাণে বিভিন্ন সামাজিক কাজ করে থাকে। যার অংশ হিসেবে আজকে তারা অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেছে। এই মানবিক উদ্যোগের জন্যে আমি রোটারী ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
অনুষ্ঠানে পুলিশ সুপার মিলন মাহমুদকে রোটারী ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের সম্মানিত সদস্য করা হয় এবং তাকে ক্লাবের কোটপিন পরিয়ে দেয়া হয়।