প্রকাশ : ১২ জানুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডে বিদ্যমান কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৬-এর টহল সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাস, জঙ্গিবাদ ও কিশোর গ্যাং প্রতিরোধকল্পে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে । ১১ জানুয়ারি মঙ্গলবার বিকেলে ব্যাংক কলোনী মডার্ন শিশু একাডেমীতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ঠিকাদার আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেনের সহযোগিতায় টহল সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অঞ্চল-৬-এর সভাপতি এএসএম শফিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন অঞ্চলের সদস্য ও সদর উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক ওমর ফারুক, সহ-সভাপতি মোঃ নূর হোসেন, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মোঃ কামরুল ইসলাম পাটওয়ারী, প্রচার সম্পাদক তানজীর রেজা রনি, ব্যাংক কলোনী মহল্লার সাধারণ সম্পাদক রেদওয়ান আহমেদ প্রমুখ।