সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২২, ০০:০০

অসহায় এক রোগীর পাশে নারায়ণপুর প্রেসক্লাব
নিজস্ব প্রতিনিধি ॥

মতলব দক্ষিণে অসহায় এক রোগীর পাশে দাঁড়িয়েছে নারায়ণপুর প্রেসক্লাব। গতকাল ১১ জানুয়ারি সন্ধ্যায় প্রেসক্লাবের পক্ষ থেকে অসহায় ওই রোগীকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাড়ৈগাঁও গ্রামের চানবক্স মুন্সির ছেলে মোঃ নাছির উদ্দিন দীর্ঘদিন নাকের জটিলতা নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা চালাতে গিয়ে তিনি সর্বস্বান্ত হয়ে পড়েন। বর্তমানে তিনি ঢাকা শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এ অবস্থায় তিনি চিকিৎসা ব্যয় চালাতে অক্ষম হয়ে পড়েছেন। এমতাবস্থায় তার পরিবার নারায়ণপুর প্রেসক্লাবে একটি মানবিক আবেদন করলে প্রেসক্লাবের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। নাছির উদ্দীনের পক্ষে এ আর্থিক সহায়তা গ্রহণ করেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসেন কানন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আরিফ বিল্লাহ, সাধারণ সম্পাদক এম রেজোয়ান বাদল, সাবেক সভাপতি সাইফুল ইসলাম রনি, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব, যুগ্ম সম্পাদক সুজন সরকার, সাংগঠনিক সম্পাদক মিঞা মোঃ মামুন, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, কার্যকরি সদস্য আসিফ ইকবাল ডনসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়