সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২২, ০০:০০

চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের ইনার হুইল ডে উদ্যাপন
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

আন্তর্জাতিক ইনার হুইল ডে উদ্যাপনে গতকাল ১১ জানুয়ারি চাঁদপুর রেলওয়ে শিশু বিদ্যালয়ে চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাব কম্বল বিতরণ, আলোচনা ও কেক কাটার আয়োজন করেছে।

ক্লাবের সভাপতি মাহমুদা খানমের সভাপতিত্বে শুরুতে অসহায় ও দুঃস্থদের মাঝে চাঁদপুর জেলা প্রশাসন প্রদত্ত কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত ও দাঁড়িয়ে জাতীয় সংগীতের প্রতি সম্মান প্রদর্শন করা হয়। এরপর ক্লাবের সকল সদস্য কেক কেটে দিবসটি উদ্যাপন করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সচিব ডালিয়া খানম, সহ-সভাপতি রওশন আক্তার ও মিতু আক্তার, চার্টার সভাপতি ফাতেমা হোসেন লাভলী, প্রাক্তন সভাপতি মুক্তা পীযূষ ও তাছলিমা মুন্নী, আইএসও আফরোজা পারভীন, এডিটর নাসরীন নওশীন, মেম্বার রেবেকা সুলতানা, রুবিনা মরিয়ম, জয়নব, নাজমাসহ আরো অনেকে। রেলওয়ে শিশু বিদ্যালয়ের শিক্ষকের মধ্যে উপস্থিত ছিলেন মোর্শেদ আলম জয় ও জনি দাস।

উল্লেখ্য যে, অনুষ্ঠানের পূর্বে চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাব কর্তৃক রেলওয়ে শিশু বিদ্যালয়ে রোপণকৃত নারিকেল গাছ থেকে পাওয়া নারিকেল দিয়ে আনন্দ উদ্যাপন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়