প্রকাশ : ১১ জানুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর সদর মডেল থানার মাদকবিরোধী অভিযানে মাদকসহ ২ জনকে পৃথকভাবে আটক করা হয়েছে। ৯ জানুয়ারি সোমবার সদর উপজেলার বাহের খলিশাডুলী হতে মাদক ব্যবসায়ী সোহেল চৌধুরী ওরফে কালা সোহেলকে ৫শ’ গ্রাম গাঁজা এবং মধ্য শ্রীরামদীর বেপারী বাড়ির মাদক ব্যবসায়ী মোঃ কাউছার বেপারীকে ৩০ পিচ ইয়াবাসহ আটক করা হয়।
তাদের বিরুদ্ধে পৃথকভাবে মাদক মামলা দায়ের করা হয়েছে বলে মডেল থানা সূত্রে জানা যায়। অভিযান পরিচালনা করেন চাঁদপুর সদর মডেল থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম ও এসআই (নিঃ) মোঃ লিলুছুর রহমান।