সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২২, ০০:০০

ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় রহিমানগর বাজার পরিচালনা কমিটি কাজ করে যাচ্ছে
অনলাইন ডেস্ক

কচুয়া উপজেলার রহিমানগর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুস সালাম সওদাগর বলেছেন, বাজার কমিটি ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় ও নিরাপত্তা প্রদানে সর্বদা কাজ করে যাচ্ছে। মাঝে মধ্যে দু’-একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে কতিপয় স্বার্থান্বেষী মহল বিক্ষোভ মিছিলের নামে নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে চুরির সাথে জড়িত ক’জন ব্যক্তিকে সনাক্ত করে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। পুলিশ তাদেরকে জেলহাজতে প্রেরণ করে। তিনি বলেন, বাজারের প্রতিটি ব্যবসায়ীর সকল অসুবিধা সম্পর্কে খোঁজ-খবর নিয়ে তার সমাধান করার জন্যে বাজার কমিটি কাজ করে যাচ্ছে। বাজার কমিটি যদি তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হতো তাহলে তাদেরকে তা অবগত করা যেতো বা তাদের দাবি জানাতে পারতো। কোনোপ্রকার অবগত না করিয়ে বা দাবি না জানিয়ে স্বীয় স্বার্থ হাসিলের লক্ষ্যে স্বার্থান্বেষী মহল সোমবার বিকেলে রহিমানগর-কালিয়াপাড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। এতে সড়কে যানজটের ফলে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। যা মোটেই রহিমানগর বাজার ব্যবসায়ীদের কাম্য নয়। তাদের হটকারী সিদ্ধান্ত নিয়ে এমনি বিক্ষোভ মিছিলের আয়োজনকে আমরা তীব্র নিন্দা ও এর প্রতিবাদ জানাই। সোমবার সন্ধ্যায় বাজার পরিচালনা কমিটির আহ্বায়কের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আব্দুস সালাম সওদাগর এ কথাগুলো বলেন। এ সময় বাজার পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক সনজিৎ রঞ্জন সরকার বলেন, তথাকথিত বিক্ষোভ মিছিলের উদ্যোক্তাদের অনেকেই পাহারাদের মাসিক চাঁদা পরিশোধ করে না।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন জানান, রহিমানগর বাজারে কোনো উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে তা আমি অবগত নই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়