রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২২, ০০:০০

হাইমচরে চরাঞ্চলে ভূমিদস্যুদের আস্তানায় অভিযান ॥ আটক ২
মোঃ সাজ্জাদ হোসেন রনি ॥

হাইমচরে চরাঞ্চল ধ্বংস করে অবৈধভাবে মাটি বিক্রির সংবাদ পেয়ে ভূমিদস্যুদের আস্তানায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল। অভিযানে দু’জনকে আটক করে ১ মাস করে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল ১০ জানুয়ারি সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৫নং হাইমচর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় ভূমিদস্যু ও মাটিখেকোদের আস্তানায় অভিযান চালিয়ে দু’জনকে আটক করা হয়। আটককৃতরা হলো : বরিশাল জেলার উজিরপুর উপজেলার আব্দুল মান্নান হাওলাদারের ছেলে মোঃ নূরে আলম হাওলাদার (৩৫) ও নোয়াখালী চাটখিল উপজেলার মধ্য বদরপুর গ্রামের ইব্রাহিমের ছেলে মোঃ রাসেল (২৫)। ভ্রাম্যমাণ আদালতে আটককৃতদের ১ মাস করে সাজা দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী।

জানা যায়, মেঘনা নদীর পশ্চিম পাড়ে ৫নং হাইমচর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় ভূমিদস্যুরা দীর্ঘদিন যাবৎ ভেক্যু দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সালের নেতৃত্বে বরিশালের হিজলা ও হাইমচর ইউনিয়নের সীমান্তে মাটি কাটার সময় অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে পৌঁছলে অবৈধভাবে মাটি বিক্রেতারা পালিয়ে যাওয়ার সময় ২ জনকে আটক করে হাইমচর থানা পুলিশ। অভিযানে হাইমচর থানার এসআই আল-আমিনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়