সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২২, ০০:০০

অতীত ভুলে এখনই সময় আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হওয়ার
ফরিদগঞ্জ ব্যুরো ॥

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফরিদগঞ্জে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারি সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে দলের সিনিয়র সহ-সভাপতি রফিকুল আমিন কাজলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুরো বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন বলেই আমরা মাত্র ৯ মাসে স্বাধীনতা লাভ করেছি। ১৬ ডিসেম্বর পাক হানাদারদের আত্মসমর্পণের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেলেও ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে তার পূর্ণতা পায়। বঙ্গবন্ধু এদেশকে ভালোবাসতেন বলেই ফাঁসির মঞ্চের কাছে দাঁড়িয়েও বাঙালির অধিকারের কথা বলতে ভুলেন নি। ফলে ভীত পাকিস্তানীরা সেদিন আমাদের বঙ্গবন্ধুকে বাধ্য হয়েছিল ফিরিয়ে দিতে। তাই আমাদের বঙ্গবন্ধুর মতো এদেশকে ভালবাসতে হবে।

তিনি বলেন, একটানা ১৩ বছর ধরে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলেও আজ এই পর্যায়ে আমরা বলতে পারি ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগ অনেক পিছিয়ে গেছে। বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর আওয়ামী রাজনীতি নিয়ে আমাদের ভাবতে হবে। আমাদের নিজেদের অভ্যন্তরীণ সমস্যার কারণে বিএনপি জোট ৬টি ইউনিয়নে বিজয়ী হয়েছে। তাই আমাদের অতীত ভুলে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করার সময় এসেছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন। বিগত দিনের মতো বিজয়ের ধারা অব্যাহত রাখতে আমাদের সকল ভেদাভেদ ভুলে প্রকৃত আওয়ামী লীগের নেতা-কর্মীদের এক ও ঐক্যের বন্ধনে আবদ্ধ হতে হবে।

যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন স্বপনের পরিচালনায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মাহফুজুল হক, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সামাদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ শহীদুল্লাহ, সদস্য নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান শাহ আলম শেখ, কামাল মিয়াজী, পৌর যুবলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন টিটু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সোহাগ, যুগ্ম সম্পাদক রবিউল হোসেন, কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক শাহআলম প্রমুখ। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়