সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২২, ০০:০০

পুলিশ সুপারের কাছে হাইমচরের হাবু বেগের অনুরোধ
স্টাফ রিপোর্টার ॥

হাইমচর উপজেলার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, সীল মারাসহ ভোট জালিয়াতির অভিযোগ করেছেন মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান হাবু। তিনি রোববার ইউপি নির্বাচনের পরবর্তী অবস্থা নিয়ে ভোটার ও তার সমর্থকদের সাথে মতবিনিময়কালে গণমাধ্যমের কাছে এ অভিযোগ তুলে ধরেন।

এ সময় স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান হাবু বেগ জানান, ইউনিয়ন পরিষদের নির্বাচনে বেশ কটি কেন্দ্রে যেভাবে নৌকা মার্কার প্রার্থী আতিকুর রহমান পাটোয়ারীর নেতৃত্বে কেন্দ্র দখল করে ব্যালট পেপার ছিনতাই করে ভোট জালিয়াতি করেছে, তা দৃশ্যমান। ১, ২ ও ৩নং ওয়ার্ডে ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারকে অর্থের বিনিময় ম্যানেজ করে ব্যালট পেপারে নৌকা প্রতীকে সিল মেরে ভোট জালিয়াতি করেছে। ৩নং ওয়ার্ডে কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার তার কক্ষ বন্ধ করে নিজেই ব্যালট পেপারে নৌকা প্রতীকে সিল মেরেছে। এই তথ্যচিত্র সাংবাদিকরা ভিডিও ধারণ করেছে। এ সময় প্রিজাইডিং অফিসারের সাথে নৌকা মার্কার প্রার্থীর দেয়া ঘুষের অনেক টাকা পাওয়া গেছে। নৌকার প্রার্থীর সমর্থকরা ভোট কেন্দ্র দখল করার জন্য দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে প্রশাসনের গাড়ি ভাংচুরসহ বেশ কজনকে আটক করেছে। তারা কেন্দ্রের ভেতরে প্রার্থীর এজেন্টদের পিটিয়ে বের করে দিয়েছে, কজনকে তুলে নিয়ে আটকে রেখেছে। তাদের হামলার শিকার হয়ে ২নং ওয়ার্ডে একজন ভোটার নিহত হয়েছেন। প্রতিপক্ষরা সে সুযোগ কাজে লাগিয়ে আমাদের কর্মীদের মিথ্যা মামলা জড়িয়ে পুলিশের মাধ্যমে হয়রানি করছে।

তিনি পুলিশ সুপারের কাছে অনুরোধ জানিয়ে বলেন, নির্বাচনে আমরা ভাগ্যকে মেনে নিয়েছি। কিন্তু আমরা কোনো ধরনের সংঘাত চাই না। নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়। সুষ্ঠু তদন্ত দাবি করে হাবু বেগ বলেন, পুলিশ আমাদের কর্মীদের গ্রেফতার করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই ও পুলিশি গ্রেপ্তারের হয়রানি থেকে মুক্তি চাই।

হাবিবুর রহমান হাবু বেগের নিজ বাড়িতে মতবিনিময় সভায় এলাকার শত শত মহিলা পুরুষ ও তার সমর্থক উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়