প্রকাশ : ১০ জানুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর মেঘনায় অগ্নি দুর্ঘটনার শিকার লঞ্চ ‘এমভি সুরভী-৯’ চাঁদপুর লঞ্চঘাট থেকে ৪শ’ ১৮ জন যাত্রী নিয়ে নিরাপদে বরিশালের উদ্দেশ্যে ভোরেই ছেড়ে গিয়েছে। ইতিমধ্যে তা বরিশালে পৌঁছেছে।
৯ জানুয়ারি রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুরের বন্দর কর্মকর্তা একেএম কায়সারুল ইসলাম। তিনি বলেন, শনিবার রাত পৌনে ১১টায় লঞ্চের ইঞ্জিনে আগুন ধরলেও কোনো হতাহত ছাড়াই তা নিভিয়ে ফেলা হয়েছে। তবুও লঞ্চটি আমরা ভোর ৪টা পর্যন্ত মতলব মোহনপুর লঞ্চঘাটে নোঙ্গর করে রাখি। এরপর সেখান থেকে লঞ্চটি চাঁদপুর লঞ্চঘাটে নিয়ে আসি এবং ভোর ৫ টায় ৪শ’ ১৮ জন যাত্রী নিয়ে লঞ্চটি বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যেতে দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, লঞ্চের যাত্রীদের অন্য লঞ্চে পাঠানোর কথা চিন্তা করলেও রাত বেশি হওয়ায় তা করা হয়নি। তাছাড়া ওই লঞ্চে কোনো ক্ষতির আশঙ্কা না থাকায় সেটিতে করেই যাত্রীদের বরিশালে পাঠানো হয়েছে।
চাঁদপুর মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ওহিদুজ্জামান বলেন, যাত্রীবাহী ‘এমভি সুরভী-৯’ লঞ্চে ৮ জানুয়ারি শনিবার দিবাগত রাত ১২টার দিকে মতলব উত্তরের মোহনপুর এলাকায় আগুন লাগার দুর্ঘটনা ঘটে। তবে আগুন লঞ্চে ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন লঞ্চের কর্মীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। শনিবার রাত সাড়ে ৮টায় লঞ্চটি ঢাকা সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে এসেছিলো। দুর্ঘটনার খবর পেয়ে নৌ ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌ পুলিশ ঘটনাস্থলে যায় এবং উদ্ধার কাজের জন্য তৎপর ছিল।
উল্লেখ্য, গত কদিন আগে বরগুনা সুগন্ধা নদীতে এমভি অভিযান লঞ্চের ইঞ্জিন থেকে ভয়াবহ অগ্নিকা- সংঘটিত হলে বহু যাত্রীর প্রাণহানি ঘটে। এ ঘটনার কিছুদিন পর বরিশালগামী আরেকটি বড় লঞ্চে ইঞ্জিন ত্রুটিতে অগ্নিকা-ের ঘটনা ঘটলো। এ ঘটনায় প্রাণহানি বা বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে যাত্রীরা।