সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২২, ০০:০০

হাইমচরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাংচুর মামলায় আটক ১
হাইমচর প্রতিনিধি ॥

হাইমচরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনে আল জায়েদের গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করার ঘটনায় সাকিল খান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোঃ সাকিল খান হাইমচর উপজেলার ছোট লক্ষ্মীপুর গ্রামের মিজান খানের ছেলে। ৯ জানুয়ারি রোববার দুপুরে অভিযুক্ত সাকিলকে ছোট লক্ষ্মীপুর গ্রামের নিজ বাড়ির সামনে থেকে আটক করে হাইমচর থানা পুলিশ।

হাইমচর থানা সূত্রে জানা যায়, ৫ জানুয়ারি ছোট লক্ষ্মীপুর কেন্দ্রে নির্বাচনী ফলাফল ঘোষণার পর ফেরার পথে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িসহ বিজিবি ও র‌্যাব সদস্যদের তিনটি গাড়িতে হামলা করে ভাংচুর করে দুর্বৃত্তরা। ওই হামলার ঘটনায় আমান উল্লাহ বেপারীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামী করে ভুক্তভোগী জেলা শিক্ষা অফিসের গাড়ি চালক আব্দুল মালেক পাটোয়ারী বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় সাকিল খানকে আটক করে হাইমচর থানা পুলিশ।

হাইমচর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা জানান, প্রশাসনের কাজে বাধা দেয়ার মতো ন্যাক্কারজনক ঘটনায় অনুসন্ধান করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়