রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২২, ০০:০০

কাজী তাহেরুল ইসলামের আজ ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

বাংলাদেশ ডাক বিভাগের আওতাধীন রেলওয়ে মেইল সার্ভিস (আরএমএস)-এর সাবেক ইন্সপেক্টর কাজী এ.বি.এম. তাহেরুল ইসলামের আজ ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী। ২০০৯ সালের এ দিনে লিভারজনিত জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় তিনি তাঁর বড় ছেলের ঢাকার বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬২ বছর। তিনি দু ছেলে, তিন মেয়ে, এগার ভাই-বোন, নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ ডাক বিভাগের একজন সৎ ও দক্ষ কর্মকর্তা হিসেবে মরহুম কাজী তাহেরুল ইসলামের ছিলো ব্যাপক পরিচিতি। তিনি ডাক বিভাগ এবং রেলওয়ের উন্নয়ন ও বিভিন্ন সমস্যা সমাধানে স্বনামে ও ছদ্মনামে বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিকের চিঠিপত্র কলামে ব্যাপক লেখালেখি করেছেন। এমনকি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পত্র যোগাযোগ করতেন। এভাবে নীরবে নিভৃতে তিনি অনেক উন্নয়ন সাধন ও সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

উল্লেখ্য, মরহুম কাজী তাহেরুল ইসলাম চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, চাঁদপুর সাহিত্য একাডেমীর মহাপরিচালক, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাতের জ্যেষ্ঠ ভাই। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিকভাবে দোয়ার আয়োজন করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়