প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২২, ০০:০০
মতলব উত্তর উপজেলার পূর্ব হানিরপাড় গ্রামের (জন্মস্থান পালালদ্দি গ্রাম) বীর মুক্তিযোদ্ধা ফয়েজ উল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। ৮ জানুয়ারি শনিবার ভোর সাড়ে চারটায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেসহ গুণগ্রাহী রেখে যান। এদিন দুপুর পৌনে ২টায় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, মরহুমের চাচাতো ভাই বোরহানউদ্দিন রতন, মোর্শেদ উদ্দিন রিপনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।