প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২২, ০০:০০
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে আগামী ১২ জানুয়ারি চাঁদপুর জেলা বিএনপির সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেছে শাহরাস্তি উপজেলা বিএনপি। ৮ জানুয়ারি শনিবার বিকেলে উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়ার সভাপতিত্বে তাঁর বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন। উপস্থিত ছিলেন বিএনপি নেতা সহকারী অধ্যাপক মোজাহের হোসেন, জহিরুল ইসলাম, আবুল কালাম আতাহার, আব্দুস ছাত্তার, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম সোহাগ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবিএম পলাশ, সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ আলম, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন, চিতোষী পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি নজির হোসেন বিএসসি, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এমএসসি, চিতোষী পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শাহআলম, সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন লিটন, সূচিপাড়া উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল হায়দার মজুমদার, মেহের উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ লোকমান হোসেন, টামটা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন আখন্দ, সাধারণ সম্পাদক শামিম আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইকবাল হোসেন, মাসুদ কবির, মাহবুব আলম পরাণ প্রমুখ।