প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২২, ০০:০০
হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ৬ জানুয়ারি হাজীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়। হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ফয়সাল হোসাইন ও সদস্য সচিব মোঃ জুয়েল রানা তালুকদারের যৌথ স্বাক্ষরে উক্ত কমিটি অনুমোদন করা হয়। এতে মোঃ মহসিন উদ্দিন তুষারকে সভাপতি, মোঃ রাশেদ হোসেনকে সাধারণ সম্পাদক ও মোঃ তানভীর হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৩৬ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যরা হলেন : সিনিয়র সহ-সভাপতি মোঃ রাকিব হোসেন, সহ-সভাপতি রিপন হোসেন, রুবেল হোসেন, শাহাদাত হোসেন কাজল, জহিরুল ইসলাম, জাহিদুল ইসলাম জিসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এমরান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, মহিন উদ্দিন, মোঃ লিটন, ফারহান হোসেন, সহ-সাধারণ সম্পাদক আরিফ হোসেন, মোঃ মোহন, শাওন চৌধুরী ও রাশেদ হোসেন।
উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ রহিম পাটোয়ারী, ৮নং হাটিলা ইউনিয়ন বিএনপির সভাপতি বাবলু চৌধুরী, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল হাসান, পৌর ছাত্রদলের আহ্বায়ক আবু ইউসুফ পাটোয়ারী, সদস্য সচিব দ্বীন ইসলাম টগর, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য কামাল হোসাইন মারুফ বিল্লাল হোসেন মজুমদার প্রমুখ।