প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২২, ০০:০০
ফরিদগঞ্জে রিকশা শ্রমিকদের মাঝে জায়নামাজ বিতরণ করলো ‘নারী সংগঠন’ নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। শনিবার (৮ জানুয়ারি) বিকেলে পৌরসভা কার্যালয়ের পাশে আর.এস. ল’ চেম্বার এন্ড কনসালটেন্সি ফার্মে সংক্ষিপ্ত আলোচনা শেষে ১শ’ রিকশা শ্রমিকের মাঝে জায়নামাজ বিতরণ করা হয়।
‘নারী সংগঠন’-এর উদ্যোক্তা ও আর.এ. ল’ চেম্বার এন্ড কনসালটেন্সি ফার্মের প্রতিষ্ঠাতা পরিচালক রোকেয়া বেগম শেফালীর সভাপ্রধানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাবেক সভাপতি নূরুন্নবী নোমান, মোঃ বেনী আমিন সুমন, মাহমুদ হাসান কবির প্রমুখ।
বক্তারা নারী সংগঠনের প্রশংসনীয় এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শীতের এই তীব্রতায় গ্রামগঞ্জে সাধারণ নিরীহ মানুষজন সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য প্রকাশ করে নামাজ আদায় করতে কষ্ট লাগবে। এই জায়নামাজ তাদের জন্যে সহায়ক হবে। সমাজের ধনাঢ্য ব্যক্তিদের এ মহৎ কাজে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।