প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২২, ০০:০০
গত ২ জানুয়ারি মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চল চরউমেদি চরে তারুণ্যের অগ্রদূত সামাজিক সংগঠন শতাধিক কম্বল বিতরণ করেছে। কম্বল বিতরণের পূর্বে বাড়ি বাড়ি গিয়ে নাম তালিকাভুক্ত করে পরবর্তীতে সবাইকে একত্রিত করে শীত নিবারণের জন্যে কম্বল বিতরণ করা হয়।
এলাকাবাসী জানায়, এই চরে তেমন কোনো সুযোগ-সুবিধা পাওয়া না। বছরের পর বছর শীতে তাদের অনেক পেতে হয়। তারুণ্যের অগ্রদূত সংগঠনটি কম্বল বিতরণ করে তাদের পাশে থাকার ফলে তারা সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন চরের লোকজন।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন তারুণ্যের অগ্রদূতের নির্দেশক সাখাওয়াত ইমন, প্রতিষ্ঠাতা সভাপতি ভিভিয়ান ঘোষ, বর্তমান সভাপতি ইমরান খান, সাধারণ সম্পাদক প্রীতি মজুমদার, সাবেক সভাপতি নূরুল কাদের, সাবেক সাধারণ সম্পাদক শামীম খান, সহ-সভাপতি ফাতেমা খান, কোষাধ্যক্ষ সুমাইয়া দিদার, নির্বাহী সদস্য মালিহা রহমান, প্রণয় ম-ল, হোসাইন হিমেল, আব্দুল বাসেদ, সামান্তা দিদার, আদনান সৈকত, সাদিয়া আফরিন আঁখি, সদস্য মেহেদী হাসান অপু, মেহেদী হাসান, আরিয়ান ফয়সাল, নাজমুল ইসলাম শান্তসহ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর জেলা প্রশাসকের তহবিল থেকে বিতরণের উদ্দেশ্যে তারুণ্যের অগ্রদূত সংগঠনকে ১০০টি কম্বল দেয়া হয়।