প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২২, ০০:০০
শীতার্ত মানুষকে গরমের উষ্ণতা দিতে প্রতি বছরের ন্যায় চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৩১ ডিসেম্বর শুক্রবার বিকেলে চাঁদপুর রোটারী ভবনে এবং রাতের বেলা ঘুরে ঘুরে রেলওয়ে বড়স্টেশনের ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটারিয়ান শাহেদুল হক মোর্শেদ ও সাধারণ সম্পাদক পলাশ মজুমদার।
চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি বলেন, চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সকল সদস্য চেষ্টা করেছে কম্বলের পাশাপাশি শীতবস্ত্র বিতরণ করার জন্যে। তাদের এ উদ্যোগে আমি খুশি। তারা এ রকম সমাজের ভালো কাজে এগিয়ে আসবে বলে আশা করি।
চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি রোঃ নিলয় দে, সাবেক সভাপতি রোঃ এনামুল ইসলাম সাব্বির, আইপিপি রোঃ দেলোয়ার হোসেন সুমন, সাধারণ সম্পাদক রোঃ নাজিম উদ্দীন, জয়েন্ট সেক্রেটারী রোঃ আফজাল কাজী, ক্লাব সার্ভিস ডিরেক্টর রোঃ হালিমা তুজ সাদিয়া, প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর রোঃ নয়ন পোদ্দার, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর রোঃ রাইসান রাকিব, এডিটর রোঃ কিরণ দাস, সদস্য রোঃ আঁখি পাটওয়ারী।