প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুরে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর উদ্যোগে অসহায় প্রতিন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। ৬ জানুয়ারি বৃহস্পতিবার পুলিশ নারী কল্যাণ সমিতি কার্যালয়ে পুনাক সভানেত্রী ডাঃ আফসানা শর্মীর সভাপতিত্বে অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। এ সময় তিনি দেশের এই ক্রান্তিকালে মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে দুঃস্থ মানুষের মুখে হাসি ফুটাতে সকলের প্রতি আহ্বান জানান।
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চাঁদপুরের অর্থ ও দপ্তর সম্পাদক ঈশানা ইভাসহ অন্যান্য সদস্য এ সময় উপস্থিত ছিলেন।