সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২২, ০০:০০

হাইমচরে সাংবাদিকদের সাথে আলগী দক্ষিণ ও নীলকমল ইউপি চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ
মোঃ সাজ্জাদ হোসেন রনি ॥

উপজেলা প্রেসক্লাব, হাইমচরের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের তৃতীয়বারের মতো নির্বাচিত চেয়ারম্যান সরদার আব্দুল জলিল মাস্টার ও ৪নং নীলকমল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাউদ আল নাসের।

৬ জানুয়ারি সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাব, হাইমচরের সভাপতি ফারুকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপুর সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাৎকালে সরদার আব্দুল জলিল মাস্টার বলেন, আমি আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নবাসীর কাছে চিরঋণী হয়ে গেলাম। আমাকে তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত করায় ইউনিয়নবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি হাইমচর উপজেলা প্রশাসনসহ উপজেলা প্রেসক্লাব, সাংবাদিকদের। যারা উপজেলার ৪টি ইউনিয়নের সবগুলো কেন্দ্রে সঠিক এবং দায়িত্বশীল ভূমিকা রেখে হাইমচরবাসীকে আনন্দঘন পরিবেশে সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করে দেয়ার সুযোগ প্রদান করেছেন। বিশেষভাবে ধন্যবাদ জানাই, উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক ভাইদের। যাদের লেখনী ও কেন্দ্রে সঠিক তদারকি করার মাধ্যমে ৫ জানুয়ারি হাইমচরবাসী তাদের মনোনীত প্রার্থীদের নির্বাচিত করতে পেরেছে। এর পূর্বে বিকেল ৪টায় সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন নীলকমল ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান সাউদ আল নাসের। তিনি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে বলেন, হাইমচর উপজেলার আইনশৃঙ্খলা বাহিনী একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করে প্রমাণ করলো যে সরকারের প্রতিনিধিরা যে কোনো পরিস্থিতিতে সর্বদা সময় নিরপেক্ষতা তৈরিতে বদ্ধপরিকর। সরকারি সার্ভেন্টদের এমন ভূমিকায় ভূয়সী প্রশংসা করেন তিনি। পাশাপাশি হাইমচরে কর্মরত উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিক ভাইদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলো উপজেলা প্রেসক্লাব, হাইমচরের সহ-সভাপতি মোঃ মহসিন মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক হাসান আল-মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক শরীফ মোহাম্মদ মাসুম বিল্লাহ্, দপ্তর সম্পাদক মোঃ শরীফ হোসেন, অর্থ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ সবুজ হোসাইন, সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ রুবেল প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়