প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২২, ০০:০০
অনলাইন ডেস্ক
মতলব প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ও আজীবন সদস্য গিয়াসউদ্দিন মিলন ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় মতলব প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মতলব প্রেসক্লাবের সভাপতি মোঃ ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লাসহ ক্লাবের অন্য সদস্যবৃন্দ।
এছাড়া এক বার্তায় চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসসহ ক্লাবের অন্য কর্মকর্তাকেও তাঁরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।