প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২২, ০০:০০
৩য় বারের মতো হাজীগঞ্জের রাজারাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আলহাজ্ব আব্দুল হাদী মিয়াকে সংবর্ধনা দিয়েছে রাজারগাঁও ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক ও কর্মচারীরা। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আনিসুর রহমানের নেতৃত্বে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য মোঃ সালেহ আহম্মদ, প্রভাষক নোমান হোসাইন, মোঃ আবু সুফিয়ান, হাফেজ মোঃ আব্দুর রহিম, সহকারী শিক্ষক মোঃ নূরুল ইসলাম ভূঁইয়া, মোঃ এমরান হোসেন, সহ-মৌলভী মোঃ আবু বকর, মোঃ বদিউজ্জামান, মোঃ শাহাদাত হোসেন, মোঃ আবুল বাসার ও মোঃ আনোয়ার হোসেনসহ শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৬ ডিসেম্বর ২০২১ সালে অনুষ্ঠিত রাজারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলহাজ¦ আব্দুল হাদী মিয়া বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে নির্বাচন করে টানা তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদেও দায়িত্ব পালন করছেন। তার দায়িত্ব পালনকালে পূর্বের মতো ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।