প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২২, ০০:০০
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় খাগড়াছড়ি ও চাঁদপুর জেলা অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দলের প্রতিযোগিতার ম্যাচ। এ প্রতিযোগিতায় প্রথম দুটি ম্যাচ একই মাঠে খেলে হারলেও শেষ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে চাঁদপুর। বৃহস্পতিবার নোয়াখালী মাঠে অনুষ্ঠিত খেলায় প্রথমে ব্যাট করে খাগড়াছড়ি জেলা দলের সাথে চাঁদপুর জেলা দলের খেলোয়াড়রা ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯১ রান করেন। চাঁদপুর জেলা দলের পক্ষে সর্বোচ্চ রান করেন মাহমুদুল হাসান ৮৭ ও মানব চৌধুরী ৪৬ রান। খাগড়াছড়ির পক্ষে আব্দুর রহিম দুটি উইকেট নেন।
খাগড়াছড়ি জেলা দল ১৯১ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে তারা ৩৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯১ রান করে।
চাঁদপুর জেলা দলের খেলোয়াড়রা হলেন : খোরশেদ, ফিরোজ, সিয়াম, রাকিব চৌধুরী, আবরার রশিদ সাফি, অমিত হাসান, মাহমুদুল হাসান, রাতুল দাস, হিমেল, রিয়াজউদ্দিন, মাহনাব চৌধুরী, ফারদিন, শুভ, অনিমেষ, মুনতাসির ও ইয়াসিন পাটোয়ারী। দলের কোচ জয়নাল আবেদীন ও ম্যানাজার রাফসান জানি।