রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২২, ০০:০০

খাগড়াছড়ির সাথে ১০০ রানে জয়ী চাঁদপুর জেলা দল
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় খাগড়াছড়ি ও চাঁদপুর জেলা অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দলের প্রতিযোগিতার ম্যাচ। এ প্রতিযোগিতায় প্রথম দুটি ম্যাচ একই মাঠে খেলে হারলেও শেষ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে চাঁদপুর। বৃহস্পতিবার নোয়াখালী মাঠে অনুষ্ঠিত খেলায় প্রথমে ব্যাট করে খাগড়াছড়ি জেলা দলের সাথে চাঁদপুর জেলা দলের খেলোয়াড়রা ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯১ রান করেন। চাঁদপুর জেলা দলের পক্ষে সর্বোচ্চ রান করেন মাহমুদুল হাসান ৮৭ ও মানব চৌধুরী ৪৬ রান। খাগড়াছড়ির পক্ষে আব্দুর রহিম দুটি উইকেট নেন।

খাগড়াছড়ি জেলা দল ১৯১ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে তারা ৩৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯১ রান করে।

চাঁদপুর জেলা দলের খেলোয়াড়রা হলেন : খোরশেদ, ফিরোজ, সিয়াম, রাকিব চৌধুরী, আবরার রশিদ সাফি, অমিত হাসান, মাহমুদুল হাসান, রাতুল দাস, হিমেল, রিয়াজউদ্দিন, মাহনাব চৌধুরী, ফারদিন, শুভ, অনিমেষ, মুনতাসির ও ইয়াসিন পাটোয়ারী। দলের কোচ জয়নাল আবেদীন ও ম্যানাজার রাফসান জানি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়