প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২২, ০০:০০
মতলব উত্তর উপজেলার লুধুয়া চৌধুরী বাড়ি সংলগ্ন ডোবায় পড়ে আব্দুল্লাহ (৪) নামে এক শিশু মারা গেছে। ঘটনাটি ঘটেছে ৬ জানুয়ারি দুপুর ২টার দিকে।
শিশুটির মামা ইমরান জানান, আব্দুল্লাহ বাড়ির পাশে খেলা করছিলো। এক পর্যায়ে শিশুটির মা শিশুটিকে দেখতে না পেয়ে ডাকচিৎকার দেয়। পরে ডোবার পাশে শিশুটির জুতা দেখতে পেয়ে এলাকাবাসী ডোবায় নেমে শিশুটিকে উদ্ধার করে। শিশুটিকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির পিতা আব্দুর রহমান ঢাকায় একটি বেসরকারি সংস্থায় চাকুরি করেন। আব্দুল্লাহ দুই ভাইয়ের মধ্যে ছোট।