রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২২, ০০:০০

চিকিৎসার অভাবে মৃত্যুপথযাত্রী রেমিটেন্সযোদ্ধা
আরিফ বিল্লাহ ॥

কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়নের সখিপুরা গ্রামের মৃত মোকসেদ আলী বকাউলের ছেলে মোঃ দেলোয়ার হোসেন বকাউল দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত ছিলেন। সেখানে থাকাবস্থায় তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত হন। চিকিৎসা চলাবস্থায় ২০২০ সালের নভেম্বর মাসে তিনি দেশে চলে আসেন। বর্তমানে তিনি ঢাকা আহছানিয়া ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন। তাকে প্রতি মাসে অন্যান্য চিকিৎসার পাশাপাশি থেরাপি নিতে হচ্ছে। সেজন্যে তার প্রতি মাসে ৩০ থেকে ৩৫ হাজার টাকা প্রয়োজন। দীর্ঘ সময় ধরে চিকিৎসা চালিয়ে তিনি এখন নিঃস্বপ্রায়।

মোঃ দেলোয়ার হোসেনের দুই মেয়ে। একজন কলেজে এবং অপরজন স্কুলে অধ্যয়নরত। চিকিৎসার খরচ চালানো, মেয়েদের লেখাপড়া ও সংসার চালাতে হিমসিম খেতে হচ্ছে মোঃ দেলোয়ার হোসেনকে। তিনি সমাজের বিত্তবান মানুষদের নিকট মানবিক সহায়তার আবেদন করেছেন।

একসময় তিনি প্রতি মাসে প্রবাসে উপার্জিত অর্থ রেমিটেন্স আকারে দেশে পাঠাতেন। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে যে মানুষটি পরিশ্রম করেছেন তিনি আজ অন্যের কাছে সহায়তা পাওয়ার জন্যে হাত বাড়িয়েছেন। তাকে সহায়তা পৌঁছানোর জন্যে নি¤œ মোবাইল নম্বরে যোগাযোগ করে আর্থিক সহায়তা প্রদান করার জন্যে তিনি বিনীত আহ্বান জানিয়েছেন। ০১৭০১৮৩৩৩৯৮।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়