রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২২, ০০:০০

অর্ধশত সুবিধাবঞ্চিত শিক্ষার্থী পেলো প্রজ্জ্বলনের শীতবস্ত্র
শামীম হাসান ॥

ফরিদগঞ্জ উপজেলার ৬নং পশ্চিম গুপ্টি ইউনিয়নে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে এবং সুবিধাবঞ্চিত শিশুশিক্ষা ও সামাজিক সংগঠন প্রজ্জ্বলনের সার্বিক সহযোগিতায় শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দেয়ার প্রয়াসে অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

৩০ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্বরে প্রজ্জ্বলনের সদস্য সচিব শামীম হাসানের সঞ্চালনায় ও প্রতিষ্ঠাতা খাদিজা তাসনীমের সভাপ্রধানে ৫২ জন অসহায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গবেষণা পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান সউদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুস সোবহান লিটন, সাবেক সভাপতি নূরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সিফাত, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর জেলা শাখার সাবেক যুবপ্রধান খায়রুল আলম জনি।

উপস্থিত ছিলেন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি শিমুল হাসান, ফরিদগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হালিমা বেগম, আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পারভেজ মোশাররফ, প্রজ্জ্বলনের সদস্য তৌহিদুর রহমান রণি, জাহিদুল ইসলাম রাসেল, সাকিব আহম্মেদ, তাহসিন মিলন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়