প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২২, ০০:০০
ফরিদগঞ্জ এআর পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে নতুন বছরে ৬ষ্ঠ শ্রেণীতে লটারীর মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি চূড়ান্ত হয়েছে। ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এ লটারী কার্যক্রমে ফরিদগঞ্জ এআর পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম কাজলের পরিচালনায় লটারীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি।
লটারীতে অত্র বিদ্যালয়ে ভর্তির জন্যে আবেদনকারী ২৬০ জন শিক্ষার্থীর মাঝে সাধারণ কোটায় ১১৭ জন লটারীর মাধ্যমে ও ৩ জন শিক্ষার্থী মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি নিশ্চিত করা হয়।
উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আঃ ছোবহান লিটন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, সমাজসেবক কামরুল হাসান সাউদ প্রমুখ।