রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২২, ০০:০০

বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চুন্নুর মৃত্যুতে নারায়ণপুর প্রেসক্লাবের স্মরণসভা
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

মতলব দক্ষিণের নারায়ণপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চুন্নুর স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর সন্ধ্যায় নারায়ণপুর প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহর সভাপ্রধানে এবং সাধারণ সম্পাদক এম রেজোয়ান বাদলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন প্রধান। তিনি বলেন, মাহবুবুল আলম চুন্নু বহুগুণে গুণান্বিত ছিলেন। তিনি একাধারে বীর মুক্তিযোদ্ধা, সংগঠক, সাংবাদিক, সাহিত্যিক এবং সামাজিক ব্যক্তিত্ব। তিনি ছিলেন প্রজন্মের অহঙ্কার।

স্মরণসভায় সৌদি আরব থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি এএ বিল্লাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ জিশান পাটোয়ারী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব, বর্তমান সাংগঠনিক সম্পাদক মিঞা মোঃ মামুন, কোষাধ্যক্ষ মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসেন কানন, সাবেক সাংগঠনিক সম্পাদক আসিফ ইকবাল ডন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়