প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত প্রথম শ্রেণীর ক্রীড়া সংগঠন শহরের রহমতপুর আবাসিক এলাকার উদয়ন ক্লাবের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মোঃ ইউসুফ মিয়াজী। ১ জানুয়ারি থেকে তাকে ক্লাবের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব গ্রহণ করে ক্লাব কার্যক্রম পরিচালনা করার অনুমতি দেয়া হয়েছে।
উদয়ন ক্লাব সভাপতি জুবায়ের আলম বাপ্পি ও সাধারণ সম্পাদক মাহাতাব হোসাইন রাসেলের ১ জানুয়ারি স্বাক্ষরিত একপত্রের মাধ্যমে ইউসুফ মিয়াজীকে উক্ত পদে দায়িত্ব দেয়া হয়।
ক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক পত্রে উল্লেখ করেন, ক্লাবের বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক অপু চৌধুরী স্থায়ীভাবে বিদেশে অবস্থান করায় ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বর্তমান কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ মিয়াজীকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।