মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ১০ জুলাই ২০২১, ০০:০০

ফরিদগঞ্জে জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের মধ্যেও আলোচনা তুঙ্গে
প্রবীর চক্রবর্তী ॥

করোনা ভাইরাসের কারণে মৃত্যুর সংখ্যা প্রতিদিন রেকর্ডের পাতা পাল্টাচ্ছে। এ নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে নানা আলোচনা চললেও হঠাৎ করেই গত এক পক্ষকালব্যাপী সেখানে কিছুটা হলেও স্থান করে নিয়েছে কোপা আমেরিকা ও ইউরো কাপ ফুটবল। আগামী ১১ জুলাই সকালে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। একে কেন্দ্র করে পুরো বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত। একদিকে ব্রাজিল অন্যদিকে আর্জেন্টিনা সমর্থক। এমনকি ঘরের মধ্যেও দুই ভাগ। স্বামী ব্রাজিল হলে স্ত্রী আর্জেন্টিনা। ফরিদগঞ্জ উপজেলাও ব্যতিক্রম নয়। জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও রাজনীতিবিদ সকলেই নিজ নিজ দলের কট্টর সমর্থক। কিছু কিছু ক্ষেত্রে মিল বা বিপরীত চিত্র দেখা গেছে।

ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান রাজনীতিবিদ ও জনপ্রতিনিধির বাইরেও একজন বড় মাপের ক্রীড়াপ্রেমী ও ক্রীড়াঙ্গনের লোক। চাঁদপুরের আবাহনী ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক। তাঁকে প্রশ্ন করা হলো ‘আপনি ব্রাজিল ও আর্জেন্টিনা কোন্ দলের সমর্থক?’। তাঁর স্পষ্ট উত্তর, একটিও না। ক্রিকেটে যেমন এন্টি ভারত-পাকিস্তান, তেমনি ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনার বিরোধী। আমি মূলত ফ্রান্সের সমর্থক। তবে কোপা আমেরিকা ফাইনালের উভয় দলের প্রতি শুভ কামনা। ঘরের স্ত্রী ও ছেলেমেয়েরা কোন্ দলের সমর্থক তা জানতে চাইলে বললেন, পুরোপুরি জানি না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরিকে ব্রাজিল না আর্জেন্টিনা কোন্ দলের সমর্থক এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বললেন, একটিও না। তবে উভয় দলের জন্যে শুভ কামনা। তাঁর স্বামী কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ কট্টর ব্রাজিলের সমর্থক বলে জানালেন।

উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিএস তছলিম জানালেন, তিনি সপরিবারে আর্জেন্টিনার সমর্থক। উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীকে প্রশ্ন করা হলো ব্রাজিল না আর্জেন্টিনা কোন্ দলের সমর্থক ? তিনি জানালেন, মেসি যেখানে আমি সেখানে। আমি ও আমার পরিবারের সকলে আর্জেন্টিনার সমর্থক।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, তিনি আর্জেন্টিনার সমর্থক হলেও তার স্ত্রী ব্রাজিলের সমর্থক। একমাত্র মেয়ে বাবা-মায়ের মন রক্ষার্থে উভয়কেই সমর্থন করেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার জানালেন, তিনি সপরিবারে ব্রাজিলের সমর্থক।

উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোঃ ইউনুছ জানালেন, আমি নিরামিষ মানুষ। কোনো দলকে সমর্থন করি না। তবে আমার স্ত্রী আর্জেন্টিনার সমর্থক-এটা জানি।

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন জানালেন, তিনি ব্রাজিলের সমর্থক হলেও তার স্ত্রী আর্জেন্টিনার সমর্থক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়