বুধবার, ০২ এপ্রিল, ২০২৫  |   ৩৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:৩৫

টাইটেল স্পন্সর ব্লু সার্ক বন্ধু ব্যাচ ক্রিকেট টুনামেন্টে

ইনটেন্ট ইন্টেরিয়াসকে হারিয়ে চ্যাম্পিয়ন ইউনিক চাঁদপুর

চৌধুরী ইয়াসিন ইকরাম
ইনটেন্ট ইন্টেরিয়াসকে হারিয়ে চ্যাম্পিয়ন ইউনিক চাঁদপুর

চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বন্ধু ব্যাচ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসর। এই টুর্নামেন্টের 'টাইটেল স্পন্সর' ছিলো ব্লু সার্ক ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন ছাড়াও ওকে ট্রেভেলস সহ বেশ ক'টি প্রতিষ্ঠান। টুর্নামেন্টের ফাইনালে ইনটেন্ট ইন্টেরিয়াসকে সুপার ওভারে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ইউনিক চাঁদপুর। শনিবার (২১ ডিসেম্বর) বৃষ্টি বিঘ্নিত আবহাওযার মধ্য দিয়েও টুর্নামেন্টে অংশ নেওয়া চারটি দলের বন্ধু ব্যাচের খেলোয়াড়রা অংশ নেন। খেলোয়াড়দের উৎসাহ দিতে প্রত্যেক দলের ক্রিকেটারদের সাথে তাদের পরিবারের সদস্যরা মাঠে উপস্থিত ছিলেন।

ফাইনাল ম্যাচে ইনটেন্ট প্রথমে ব্যাট করে নির্ধারিত ৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৩ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে পারভেজ ২৫ ও মির্জা ইউসুফ ২ ও হাবিব ১ উইকেট নেন।

জবাবে ইউনিক চাঁদপুর ৭ ওভারে ৪ উইকেটে হার ৬৩ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে সাইফ সোহাগ ৩০ রান করে। বল হাতে মোর্শেদ, আমিন ও মনির ১ করে উইকেট নেন। খেলা সুপার ওভারে নিষ্পত্তি হলে ইউনিক চাঁদপুর ১৫ রান করে। জবাবে ইনটেন্ট ১১ রান করতে সক্ষম হয়।

ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ হন সাইফ সোহাগ। ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হন সাইফ সোহাগ, সেরা ব্যাটার পারভেজ, সেরা বোলার মনির, সেরা ফিল্ডার মোর্শেদ শাওন, ফেয়ার প্লে অ্যাওয়ার্ডে রিভার সাইড চাঁদপুর দল নির্বাচিত হন।

সারাদিনব্যাপী খেলার আয়োজনের অনুষ্ঠানটি সকাল ৭ টায় উদ্বোধন করেন ক্রীড়া সংগঠক ও সামাজিক-মানবিক প্রতিষ্ঠা 'ক্লীন চাঁদপুর'- এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাড. নুরুল আমিন খান আকাশ।

খেলাশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুর খান, ক্রীড়া ও সামাজিক সংগঠক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাবেক ক্রিকেটার হাসান আল জায়েদ রিফাই সহ আরো ক্রীড়া ও সামাজিক সংগঠকরা।

এবারের ৬ষ্ঠ আসরে অংশ নিয়েছিল ৪টি দল। ব্যবস্থাপনায় ছিলো এসএসসি ২০০২ ও এসএসসি ২০০৪ ব্যাচ। অংশ নেয়া দলগুলো ছিলো : রিভার সাইড, চাঁদপুর, ইউনিক চাঁদপুর, ইনটেন্ট ইন্টোরিয়োস চাঁদপুর ও চাঁদপুর ভিক্টোরিয়ান্স।

গত কয়েক বছর ধওে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার বন্ধুদের নিয়ে নিয়মিত এই আয়োজনটি করে যাচ্ছে ব্যাচের শিক্ষাথীরা। দিনব্যাপী ম্যাচ উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে মিলনমেলা, দুপুরের আপ্যায়ন সহ খেলাধুলার আয়োজন ছিলো।

বন্ধু ব্যাচ ক্রিকেট টুর্নামেন্টের পরিচালনার দায়িত্বে ছিলেন আহ্বায়ক মেহেদী হাসান খান জনি, সমন্বয়ক গাজী আল আমিন, সদস্য সচিব জামাল সুমন, সম্মানিত সদস্য রুবেল খান, অ্যাড. আলম খান মঞ্জু, অ্যাড. আতিকুর রহমান হাওলাদার, আবু নাসের, ইমন সরকার, সাইফ সোহাগ ও মোরশেদ শাওন।

টুর্নামেন্টে অংশ নেয়া রিভার সাইড চাঁদপুর দলের খেলোয়াড়রা ছিলেন : আলামিন, নাসির, সুবল দাস, ইমন সরকার, পাভেল, শোভন চৌধুরী, অজয় সেন, জয় শাহা, অপু দত্ত, মনিরুজ্জামান বাবলু, জিয়াউল হক জিয়া, মিজানুর রহমান শান্ত ও রাসেল সিদ্দীকী। টিম মালিক- আসিফ ইকবাল ও টিম ম্যানেজার মাহবুবুল আলম স্বপন।

ইউনিক চাঁদপুর : সাইফ সোহাগ, মির্জা ইউসুফ, রুবেল খান, মাহাবুব জুয়েল, সাখাওয়াত, সোহেল রাজু, হাবিবুর রহমান পাটওয়ারী, সাদ্দাম, মাহাবুব বেস্ট, ইয়াছিন, সুমন খান, অরবিন রিয়াদ ও গাজী আলামিন। টিম মালিক- মনির খান ও টিম ম্যানেজার এইচ আর হাবিব।

ইনটেন্ট ইন্টোরিয়োস চাঁদপুর : রকিবুল হাসান, মনির ( টি-২০ ), সোহাগ ভুইয়া, পারভেজ ( হাব্বি ) , কাউসার, মোর্শেদ শাওন, আমিন, সাফাউদ্দিন, জামিল হায়দার, মমিন, কাদেও পলাশ, জামাল সুমন ও আলামিন। টিম মালিক- মামুন তানজিল ও টিম ম্যানেজার জামিল হায়দার।

চাঁদপুর ভিক্টোরিয়ান্স : সবুজ, নাইয়ান, সোহাগ খান, নুর মোহাম্মদ বাবু, মুরাদ, সাখাওয়াত বর্ন, দুখু মিয়া, হাবিবুর রহমান শুভ, হাবিব মিজি, হাসান উল্লা, এইচ এম জাকির , দিদার ও দিদারুল আলম মিলন। টিম মালিক দুখু মিয়া ও টিম ম্যানেজার এমডি হেলাল।

৬ষ্ঠ আসরের টুর্নামেন্টের আয়োজক কমিটির আহ্বায়ক, সমন্বয়ক ও সদস্য সচিব সহ অংশ নেওয়া খেলোয়াড়রা এ প্রতিবেদককে জানান, আমরা অত্যন্ত সুন্দর পরিবেশে ষষ্ঠ আসর শেষ করলাম। আশা করি আমাদের এই ধারাবাহিক কার্যক্রম সবসময় চলমান থাকবে। চাঁদপুরে খেলাধুলার ক্ষেত্রে চাঁদপুর কণ্ঠের ক্রীড়া কণ্ঠ আমাদেরকে যে ধরনের সহযোগিতা করেছে, এজন্যে আমরা পত্রিকার সম্পাদক, প্রধান সম্পাদক সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। এছাড়া অংশ নেওয়া সকল বন্ধুর প্রতি রইলো কৃতজ্ঞতা। আমাদের চলমান কার্যক্রম সব সময় যেন আমরা ধরে রাখতে পারি, এটাই সকলের কাছে প্রত্যাশা করছি।

চাঁদপুরের এসএসসি ২০০২ ও এইচএসসি ২০০৪ ব্যাচের ফেসবুক ভিত্তিক একটি গ্রুপ ও পেইজ রয়েছে, যার নাম বন্ধু ব্যাচ 'ইলিশের বাড়ি চাঁদপুর'। ফেসবুক গ্রুপের অধীনেই প্রতি বছর টুর্নামেন্ট পরিচালনা হয়। বন্ধু ব্যাচ গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন- হাবিবুর রহমান পাটওয়ারী, এডমিন- অ্যাড. বদরুল আলম চৌধুরী, মডারেটর- রকিবুল ইসলাম খান ও সোহেল রাজু। ৬ষ্ঠ আসর টুর্নামেন্টের আয়োজক কমিটির 'পরামর্শক' হিসেবে যারা ছিলেন, তারা জানান, এইবারের ৬ষ্ঠ আসর সম্পূর্ণ ব্যতিক্রমী আয়োজনে হয়েছে। যেমন উল্লেখযোগ্য হচ্ছে, আমাদের ৫ জন বন্ধু মৃত্যুবরণ করেছেন, তাদের কথা মাথায় রেখে কমিটির সকলের সম্মতিক্রমে আহ্বায়ক 'মরণোত্তর সম্মাননা' এইবারই প্রথম চালু করলো। এমন আরো ব্যতিক্রম কিছু আইডিয়াও এবার যুক্ত এবং সফলতার সাথেই আহ্বায়ক কমিটি সম্পন্ন করেছে। এবার তাদের ব্যতিক্রমী ক্রিকেট টুর্নামেন্টে কোনো বিশৃঙ্খলা ছাড়াই শেষ করতে পেরে আমাদের বন্ধু ব্যাচ (২০০২-০৪)-এর সকলের কাছে প্রশংসনীয় ও আলোচিত হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়