প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৭:২৮
কচুয়ায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণকালে তিন নারী চোর আটক
কচুয়ায় তিন নারী চোরকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর ২০২৪) সকালে উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের বিএবি উচ্চ বিদ্যালয় মাঠে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের সময় ওই ইউনিয়নের উচিতগাবা গ্রামের আ. হালিমের স্ত্রী রেহানা বেগমের গলার স্বর্ণের চেইন হাতিয়ে নেয়ার সময় স্থানীয় জনগণ নারী চোরদের আটক করে। আটককৃতরা হলো : হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বামৈই গ্রামের আ. জলিলের মেয়ে নাতাশা(২৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার আবুল খায়েরের মেয়ে আকলিমা (২৮) ও মনির হোসেনের স্ত্রী তাসলিমা বেগম (২৯)।
প্যানেল চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সফিকুর রহমান জানান, এই তিন নারী লাইনে দাঁড়িয়ে অন্য নারীদের স্বর্ণের চেইন হাতিয়ে নেয়ার সময় জনতা তাদের আটক করে।
ওই এলাকার বাসিন্দা ছাদেক মনির জানান, সকালে লাকসাম থেকে ৪ জন অপরিচিত নারী বিএবি উচ্চ বিদ্যালয় মাঠে আসে। ৩ জন এক সারিতে এবং অন্য একজন আলাদা সারিতে দাঁড়ায়। আলাদা সারিতে থাকা নারী স্বর্ণের চেইন চুরি করে।
স্থানীয়রা জানান, ইতিপূর্বে কড়ইয়া ইউনিয়নে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণকালে ১০/১২ জনের স্বর্ণের চেইন হাতিয়ে নেয়ার ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে কচুয়া থানার এসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তিন নারী চোরকে আটক করে থানায় নিয়ে আসে। কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউল হক জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।