বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ২১:০১

চাঁদপুরের নদীপথ কি তাহলে এতোটা ভয়ঙ্কর অনিরাপদ!

চাঁদপুরের নদীপথ কি তাহলে এতোটা ভয়ঙ্কর অনিরাপদ!
এএইচএম আহসান উল্লাহ

চাঁদপুরের নদীপথে পণ্যবাহী জাহাজে দেশ কাঁপানো সাত খুনের ঘটনায় দেশজুড়ে তোলপাড় চলছে। এমন নৃশংস ঘটনা চাঁদপুরের মানুষ এই প্রথম দেখলো। নিরস্ত্র মানুষগুলোর ওপর হায়েনার দল ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়লো। কুপিয়ে গলা কেটে হত্যা করলো সাতজন নিরস্ত্র মানুষকে। তরতাজা সাতটি প্রাণপ্রদীপ এভাবে নিভিয়ে দিতে হায়েনাদের একটুও বুক কাঁপলো না! এমন ভয়ঙ্কর নৃশংস হত্যাকাণ্ডে চাঁদপুরের মানুষসহ পুরো দেশবাসী ভীতসন্ত্রস্ত। সকলের মনে প্রশ্ন : আইনশৃঙ্খলা দপ্তরের সকল বাহিনী মাঠে থাকার পরও কেনো এমন লোমহর্ষক ঘটনা ঘটছে। তাহলে মানুষের নিরাপত্তা কোথায়?

চাঁদপুরে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় চাঁদপুরসহ দেশবাসীর কথা এমন : চাঁদপুরের নদীপথ কি তাহলে এতোটাই ভয়ঙ্কর অনিরাপদ!? কয়দিন পর পর এই নৌ রূটে যাত্রীবাহী ও মালবাহী নৌযানে ডাকাতি ও লুণ্ঠনের ঘটনা ঘটে। কিছুদিন আগে চাঁদপুর ঈদগাহ ফেরিঘাট সংলগ্ন আলু বাজার এলাকায় যাত্রীবাহী ট্রলারে ডাকাতির ঘটনা ঘটে। এর আগে দিনেদুপুরে এই মেঘনায় সুরেশ্বরগামী একটা যাত্রীবাহী লঞ্চে সংঘবদ্ধ দুর্বৃত্তরা হানা দিয়ে যাত্রী সাধারণের মোবাইল, টাকা-পয়সা ও সোনা-গহনাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। তারও অনেক আগে বরিশাল স্বরূপকাঠি থেকে কাঠ নিয়ে আসা নৌযানে হানা দেয় দুর্বৃত্তরা। এভাবে একের পর এক চাঁদপুরের নৌ সীমানায় ডাকাতি ও লুণ্ঠনের ঘটনা ঘটে আসছে। কিন্তু কোনো ঘটনারই কোনো রহস্য উন্মোচন হয়নি, এমনকি ঘটনার সাথে সম্পৃক্ত কোনো আসামিও আটক হয়নি। সর্বশেষ রোববার দিবাগত রাতে এমভি আল-বাখেরা জাহাজে দুর্বৃত্তদের নারকীয় ঘটনায় জনমনে ভয়ানক আতঙ্ক দেখা দিয়েছে। জাহাজের স্টাফ সাতটি তরতাজা প্রাণ স্তব্ধ করে দেয় দুর্বৃত্তরা। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয় তাদেরকে। এদের কারো কারো গলা কাটা অবস্থায় পাওয়া গেছে। মরদেহের ক্ষতবিক্ষত অবস্থা দেখে নিহতদের স্বজন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিকট এটা প্রতীয়মান যে, এটি নিছক কোনো ডাকাতির ঘটনা নয়, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

ঘটনার পরদিন সোমবার (২৩ ডিসেম্বর ২০২৪) দুপুরে চাঁদপুরের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী এমন খবর পেয়ে ঘটনাস্থলে যান। তারা ঘটনার বীভৎসতা দেখে শিউরে উঠেন। পুরো জাহাজে ছোপ ছোপ রক্ত আর মৃতদেহগুলো ক্ষতবিক্ষত। কোনো কোনো মৃতদেহের গলা কাটা।

এদিকে চাঁদপুরের নদীপথ এতোটা ভয়ানক অনিরাপদের বিষয়ে কথা হয় নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমানের সাথে। তিনি জানান, নদীতে আমাদের নিয়মিত টহল বাহিনী সবসময়ই সক্রিয় থাকে। আসলে এতো বিশাল নদীপথ পুরোটা সার্বক্ষণিক নজরদারিতে রাখাটা খুবই কঠিন। পুরো ঘটনা সরকারের একাধিক তদন্ত টিম তদন্ত করে দেখছে। শুরুতে এটি ডাকাতি মনে হলেও ঘটনার বীভৎসতা দেখে অন্য কিছু মনে হচ্ছে। আমরা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে নিয়ে এগুচ্ছি। পুরো ঘটনা কি জাহাজটি যেখানে নোঙর করা ছিল সেখানেই তথা চাঁদপুরের নৌ সীমানায় ঘটেছে, নাকি তারও আগে ঘটেছে তাও খতিয়ে দেখা হচ্ছে। জাহাজটিতে কি আটজনই ছিল নাকি আরো ছিল তাও দেখা হচ্ছে।

এ বিষয়ে চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, নদীতে নৌ পুলিশ এবং কোস্ট গার্ডের টহল থাকে। তারপরও এমন দুঃখজনক ঘটনা ঘটে গেছে। ইতোমধ্যে শিল্প মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা স্থানীয়ভাবে এডিএমকে প্রধান করে চার সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করেছি। আশা করছি ঘটনার রহস্য বেরিয়ে আসবে। নদীতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং টহল জোরদার করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়