প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমানের নিজ ইউনিয়ন ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নে গতকাল শুক্রবার রাতের আঁধারে নৌকা প্রার্থী জিএম হাসান তাফাচ্ছুমের নৌকা প্রতীকের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে। এছাড়া নৌকার প্রার্থীকে হুমকি-ধমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে গতকাল শনিবার উপজেলা রিটার্নিং অফিসার আশিক বিন জামাল বিদ্রোহী প্রার্থী হারুন অর রশিদকে (আনারস) কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। ২৪ ঘণ্টার মধ্যে জবাব চেয়ে এই নোটিশ জারি করা হয়েছে।
এর আগে বিদ্রোহী প্রার্থী হারুনুর অর রশিদের নির্বাচনী প্রচার মাইক ভাংচুরের অভিযোগে নৌকার প্রার্থী জিএম হাসান তাফাচ্ছুমের বিরুদ্ধেও ২১ ডিসেম্বর দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে রিটার্নিং অফিসার গত ২২ ডিসেম্বর একইভাবে ২৪ ঘণ্টার মধ্যে নৌকা প্রার্থীর জবাব চেয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করেন। পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে এলাকায় দুই প্রার্থী ও সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এ নিয়ে নৌকার প্রার্থী জিএম হাসান তাফাচ্ছুম বলেন, মূলত বিদ্রোহী প্রার্থী হারুন অর রশিদ তার সমর্থক দিয়ে মাইক ভাংচুর করিয়ে আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে অভিযোগ দিয়েছে।
বিদ্রোহী প্রার্থী হারুন অর রশিদ বলেন, রাতে নৌকার প্রার্থীর নির্দেশেই তার সমর্থকরা পরিকল্পিতভাবে তাদের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলাসহ আমাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। আমি ই”চ্ছা থাকা সত্ত্বেও গত কয়েকদিন নির্বাচনী প্রচারণা চালাতে এলাকায় যেতে পারছি না।