প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর সদর উপজেলা পরিষদ সভাকক্ষে ২০২০-২১ অর্থ বছরের ৫ম পর্যায়ে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক আয়োজিত নিরাপদ সড়ক নিশ্চিতকল্পে চাঁদপুর সদর উপজেলার সিএনজি অটোরিকশা, অটোবাইক ও অন্য যানবাহনের ড্রাইভারদের ট্রাফিক আইন সংক্রান্ত সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ (১ম ব্যাচ ৩০ জন, ২ দিনব্যাপী)-এর উদ্বোধন হয়েছে। ২৩ ডিসেম্বর দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নূরুল ইসলাম দেওয়ান।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশীদ, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ জহির হোসেন, বিআরটিএ পরিদর্শক মামুন হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার হারুনুর রশীদ, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর (উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, চাঁদপুর সদর) শেখ হারুনুর রশীদ হীরা প্রমুখ।
প্রশিক্ষণ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের সিএ দিদার হোসেন। বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি অর্থায়নে চার দিনব্যাপী এ প্রশিক্ষণে বিভিন্ন যানবাহনের ৩০ জন অংশ নেন।
অতিথিবৃন্দ সড়ক দুর্ঘটনা রোধে যানজট নিয়ন্ত্রণে গাড়িচালকদের সতর্ক হয়ে গাড়ি চালানোর ওপর দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।