প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২১, ০০:০০
টঙ্গী থানার মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আবদুল হামিদ (৪০)কে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। গত বুধবার দিবাগত রাতে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের বোরখাল গ্রামের মৃত নান্নু মিয়া মুন্সীর ছেলে মোঃ আব্দুল হামিদ টঙ্গী থানায় মাদকসহ আটক হয়। সেই মামলায় আব্দুল হামিদের ২ বছরের সশ্রম কারাদ- ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদ- প্রদান করে আদালত। সেই মামলায় আসামী আব্দুল হামিদ পলাতক ছিলো।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চাঁদপুর কণ্ঠকে জানান, পলাতক আসামী আব্দুল হামিদকে রাতে আটকের পর আদালতে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে।