প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২১, ০০:০০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চাঁদপুর জেলা রেলওয়ে শ্রমিক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ হুমায়ুন কবির।
গতকাল ২২ ডিসেম্বর বুধবার বিকেল ৪টায় বড়স্টেশন রেলওয়ে চত্বরে জেলা শ্রমিক লীগের আয়োজনে আলোচনা সভায় চাঁদপুর রেল শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এমএএফ সুমন ও জেলা রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন জেলা রেলওয়ে শ্রমিক লীগের কার্যকরী সভাপতি আব্দুল মালেক, সহ-সভাপতি তাফাজ্জল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মোহাম্মদ সোলায়মান, জাতীয় শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক গাজী সিরাজ, সহ-সাংগঠনিক সম্পাদক দলিলুর রহমান ভূঁইয়া, কোষাধ্যক্ষ আবু কাউসার, জেলা রেলওয়ে শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান জনি, জাতীয় শ্রমিক লীগ সদর উপজেলার শাখার সভাপতি শাহ আলম ফুটন, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা, চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ সেলিম মিয়া, গণপূর্ত শ্রমিকলীগ নেতা বাবুল মিয়া, জেলা রেলওয়ে শ্রমিক লীগের সদস্য, ইউনুস পাটোয়ারী জুয়েল, কামরুজ্জামান সোহাগ প্রমুখ।
সভায় জাতীয় শ্রমিক লীগ ও রেলওয়ে শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার শুরুতে প্রধান অতিথিকে জাতীয় শ্রমিক লীগ, রেলওয়ে শ্রমিক লীগ ও হরিজন সম্প্রদায়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।