প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২১, ০০:০০
সাহিত্য একাডেমী, চাঁদপুরের মাসিক সাহিত্য আড্ডা গতকাল ২২ ডিসেম্বর বুধবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর শহরের জোড়পুকুর পাড়স্থ সাহিত্য একাডেমী মিলনায়তনে আয়োজিত এ আসরে সভাপ্রধানের বক্তব্য রাখেন একাডেমীর মহাপরিচালক কাজী শাহাদাত। তিনি বলেন, করোনা মহামারির কারণে বন্ধ থাকলেও গত কয়েক মাস যাবৎ আমাদের নিয়মিত সাহিত্য আড্ডা চলছে। করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় আজ আবার মাসিক সাহিত্য আড্ডায় আমরা সমবেত হয়েছি। করোনার এই সময়ে আমরা অনেককে হারিয়েছি, এই হারানোর তালিকা প্রতিদিন দীর্ঘ হচ্ছে। নভেম্বর মাসে আমরা হারিয়েছি চাঁদপুরের কৃতী সন্তান, জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম, চলতি মাসেই হারিয়েছি হাজীগঞ্জের বিশিষ্ট লেখক ও সাহিত্যিক মাহবুবুল আলম চুন্নু ভাইকে। আমরা তাঁদের আত্মার শান্তি কামনা করি।
তিনি আরো বলেন, সাহিত্য একাডেমীর জন্যে গৃহীত ৬ মাসের কর্মপরিকল্পনা অনুযায়ী একাডেমীর সভাপতি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সম্মতিক্রমে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দেয়ালিকা প্রতিযোগিতা ও সুবর্ণ-শতক স্মারকগ্রন্থের পাঠ পর্যালোচনা প্রতিযোগিতা। আজ এসব প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগী ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হবে। তবে আধুনিকতার কারণে আশানুরূপ অংশগ্রহণ হয়নি। আশা করছি, আগামীতে আরো বেশি অংশ নিবে। সাহিত্য একাডেমীর গৃহীত সকল কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
মাসিক সাহিত্য আড্ডা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন সাহিত্য একাডেমীর নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট লেখক ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া। উপস্থিত ছিলেন চাঁদপুর সাহিত্য পরিষদের সভাপতি, প্রবীণ লেখক তছলিম হোসেন হাওলাদার, কবি ইকবাল পারভেজ, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি মুক্তা পীযূষ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি ভার্সনের শিক্ষক সৈকত অধিকারী, বাবুরহাট স্কুলের শিক্ষক অপূর্ব সরকার, ফাতেমা ইয়াসিন, লেখক মুহাম্মদ ফরিদ হাসান, পলাশ দে, খান-এ আজম, মোখলেছুর রহমান ভূঁইয়া প্রমুখ।
সাহিত্য আড্ডা শেষে সাহিত্য একাডেমী আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী প্রতিষ্ঠান ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, আগামী সাহিত্য আড্ডা ২৬ জানুয়ারি ২০২২ তারিখে অনুষ্ঠিত হবে।