প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২১, ০০:০০
মতলব দক্ষিণ উপজেলার ঘোড়াধারী বাইতুল আকসা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে কোরআন তেলাওয়াত, হামদ এবং নাতে রাসূল (সাঃ) প্রতিযোগিতার পুরস্কার ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২১ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ঘোড়াধারী তারতীলূল কোরআন নূরানী মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।
ট্রাস্টের সদস্য মোঃ জহিরুল ইসলাম স্বপনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম মৃধা মামুন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলম প্রমুখ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সমাজসেবক মোঃ এসএম জামাল উদ্দিন নান্নু, ট্রাস্টের সদস্য জিল্লুর রহমান মিয়াজী, ইসমাইল হোসেন রনি মিয়াজী, আহসান হাবীবসহ অন্যরা।
এ সময় নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার গোলাম রাব্বানী দেওয়ানজী, ৭নং ওয়ার্ডের মেম্বার শাহ মোঃ শাহআলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে ট্রাস্টের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক এবং মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়াকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
পরে কোরআন তেলাওয়াত, হামদ এবং না'তে রাসূল (সাঃ) প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।