প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২১, ০০:০০
আজ বুধবার নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে নোয়াখালী ক্রিকেট একাডেমীর সাথে খেলবে ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমী। নকআউট পদ্ধতির এ খেলা অনুষ্ঠিত হবে ৫০ ওভারে। যে দল জয়ী হবে সেই দলই পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পাবে। মঙ্গলবার দুপুরেই চাঁদপুরের দলটি নোয়াখালীর উদ্দেশ্যে রওনা করে। দলের প্রধান সমন্বয়কারী ও জেলা ক্রিকেট কোচ শামিম ফারুকী প্রতিবেদককে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণের উদ্দেশ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন ভেন্যুতে অনেকদিন আগেই শুরু হয়েছে বিসিবির একাডেমী কাপ ক্রিকেট। দেশের বিভাগওয়ারী জেলাগুলোর একাডেমি দলগুলো এতে অংশ নিয়েছে। সাতটি বিভাগের সঙ্গে ঢাকা মহানগরের চ্যাম্পিয়ন ও রানাসআপ দল উঠবে জাতীয় পর্যায়ে। বিসিবির এ আয়োজনে চট্টগ্রাম বিভাগের ১৬টি একাডেমি অংশ নিয়েছে। অংশ নেয়া দলের খেলাগুলো চট্টগ্রামের বিভিন্ন জেলার বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে।
ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমীর খেলোয়াড়রা হলেন : ফরহাদ বেপারী ইমন (অধিনায়ক), মোঃ তারেকুর রহমান (সহ-অধিনায়ক), আশরাফুল ইসলাম আশিক, অনুরাগ মিত্র, নাসির আহমেদ, সাকিল হোসাইন, খান মোঃ সিয়াম, আবদুল মোতালেব তরুন, মারুফ আহমেদ, তানভীর হাসান শাহেদ, জাহিদ হোসাইন, মাহিদ মিজি, আজহারুল ইসলাম, রাসেল আহসান ঢালী, রাকিবুল হাসান আলিফ ও রাব্বি হোসাইন ইমন। দলের কোচ রাজন চৌধুরী ও টিম ম্যানেজারের দায়িত্ব পালন করবেন রিপন কর্মকার।
উল্লেখ্য, ক্লেমন ক্রিকেট একাডেমীর হয়ে অংশ নেয়া অধিকাংশ ক্রিকেটারগণই অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়। এই টুর্নামেন্টে যে সমস্ত দলের ক্রিকেটাররা ভালো করবে তাদেরকে বিসিবির নির্বাচকগণ বাছাই করবেন। পরে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের বয়সভিত্তিক দলসহ জাতীয় দলে খেলার সুযোগ পাবেন বলেন জানা গেছে।