প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২১, ০০:০০
মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা এলাকা থেকে ২১ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
গ্রেফতার হওয়া ওই দুই মাদক ব্যবসায়ী হলো : পৌরসভার দক্ষিণ দিঘলদী গ্রামের মোঃ আবুল বাশার মিজির ছেলে মোঃ আবু সাঈদ ওরফে সাগর (২৭) ও উপজেলার ডিঙ্গাভাঙ্গা গ্রামের আঃ মান্নান খানের ছেলে মোঃ খোরশেদ আলম খান (৩৫)।
থানা পুলিশ জানায়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এসআই মোঃ হাবিবুর রহমান ও এএসআই মোঃ ছগির হোসেনের নেতৃত্বে উপজেলার দক্ষিণ ডিঙ্গাভাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোপন সংবাদের সূত্রে ওই এলাকার ঈদগাঁ বাজারের জনৈক মানিকের দোকানের সামনে কাচা রাস্তার উপর চিহ্নিত মাদক ব্যবসায়ী সাগর ও খোরশেদকে দেখে পুলিশ সামনে অগ্রসর হলে তারা পালানোর উদ্দেশ্য দৌড় দেয়। পরে ওই জায়গা থেকে তাদের বিক্রির জন্য আনা ১৪ কেজির দুই বস্তা গাঁজা উদ্ধার করা হয়। তখন পুলিশ তাদের গ্রেফতার করে।
ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।