প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২১, ০০:০০
ফরিদগঞ্জে ‘চাঁদপুর খবর’ পত্রিকার ১৫ বছরপূর্তি ও ১৬ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর রোববার সকাল ১০টায় ফরিদগঞ্জ প্রেসক্লাবে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে ও স্টাফ রিপোর্টার এসএম ইকবাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মোঃ সোহেল মাহমুদ পিপিএম। তিনি বলেন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকাটি জেলাবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছে। পত্রিকাটি অত্যন্ত সুনামের সাথে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন ও সাবেক সভাপতি নূরুন্নবী নোমান। উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার যুগ্ম-সম্পাদক মোঃ শওকত করিম, সহ-সম্পাদক এমআই দিদার, ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি মামুন হোসাইনসহ ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও অন্যরা।