প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২১, ০০:০০
‘পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবা গ্রহণ করি; বাল্য বিয়ে এবং অনাকাক্সিক্ষত গর্ভধারণ রোধ করি’ এ প্রতিপাদ্য নিয়ে মতলব উত্তর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে পরিবার কল্যাণ সেবা ও প্রচার বিষয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ.তা.ম. বোরহান উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরীফুল হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ মোঃ নাসির আহমেদ, ডাঃ ইসমাইল হোসেন, শিক্ষা কর্মকর্তা ইকবাল হোসেন ভূঁইয়া ও সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নুরুন্নবী।
১৮ থেকে ২৩ ডিসেম্বর এই সেবা কার্যক্রম চলবে। অ্যাডভোকেসি সভায় সাংবাদিক ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও মাঠ পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।