প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২১, ০০:০০
মতলব উত্তর উপজেলার মধ্য কলাকান্দা বাইতুল আকসা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ আসর থেকে মধ্য রাত পর্যন্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোঃ আবদুল হাকিম মিয়াজী।
মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে ও হাফেজ ওয়াস কুরুনী খানের সঞ্চালনায় মাহফিলে বয়ান করেন মাওলানা কবির আহম্মদ, মাওলানা বোরহান উদ্দিন।
মোঃ আবদুল হাকিম মিয়াজী বলেছেন, ধর্মীয় শিক্ষা বাদে কোনো শিক্ষাই পরিপূর্ণ না। আপনি যদি ধার্মিক মানুষ হন, তাহলে আপনার দ্বারা সমাজের কোনো অকল্যাণ কাজ হবে না। একজন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সে যে ধর্মের মানুষই হোক, যদি তার ধর্মকে পরিপূর্ণভাবে পালন করে, সে মানুষের উপকার ছাড়া আর কিছু করবে না। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে।