প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২১, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের সংরক্ষিত আসনের ২নং ওয়ার্ডের সদস্য প্রার্থী পলী রাণী চৌধুরী ওই ওয়ার্ডে একমাত্র প্রার্থী হিসেবে থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। গত রোববার (১৯ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে ওই আসনে একক প্রার্থী হিসেবে রিটার্নিং অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মশিউর রহমান তাকে নির্বাচিত ঘোষণা করেন।
এর আগে ওই আসনের অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী রেহেনা আক্তারের বয়স নির্বাচনের বিধি অনুযায়ী কম থাকায় তার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। ফলে এই আসনে পলী রাণী একমাত্র বৈধ প্রার্থী ছিলেন।
ফরিদগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাত্র ১জন উক্ত পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অন্য সব আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি।