প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২১, ০০:০০
বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতি সংসদের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গত ১৮ ডিসেম্বর শনিবার চাঁদপুর সরকারি কলেজের মুজিববর্ষ স্মারক স্তম্ভের মুক্তমঞ্চে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মধ্যে ছিলো শিশু সমাবেশ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। ওইদিন বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি দত্তের ৩২তম মৃত্যুবার্ষিকীও পালন করা হয়। সন্ধ্যা সাতটায় পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও সাহিত্য একাডেমীর মহাপরিচালক কাজী শাহাদাত। প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল। তিনি তাঁর বক্তব্যে বলেন, মোহন বাঁশি স্মৃতি সংসদ সামাজিক সংগঠন। এ ধরনের সামাজিক সংগঠন আমাদের সমাজে খুবই প্রয়োজন। আমি এই সংগঠনটির সফলতা কামনা করছি। সংগঠনের ভালো কাজগুলোর পাশে সবসময় থাকবে চাঁদপুর পৌরসভা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা ও ব্যাংকার মজিবুর রহমান। আরো বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যাপক একিউএম শাহরিয়া হাসান ও কামরুল ইসলাম। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কবির আহম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাহিয়া মাহী, প্রচার সম্পাদক অনিক দে, সদস্য আবরার ইসলাম আরিয়ান, অর্পিতা দে, তানজিলা ইসলাম, ফাইম প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অজিত দত্ত। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সদস্য তাবীবা ইসলাম। দিনব্যাপী অনুষ্ঠানের সাফল্যের জন্যে অজিত দত্ত চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ও শিক্ষকম-লীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।