শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২১, ০০:০০

আর্থ-সামাজিকসহ সব সূচকেই অপ্রতিরোধ্য বাংলাদেশ
প্রেস বিজ্ঞপ্তি ॥

চাঁদপুর সরকারি মহিলা কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস-২০২১ উপলক্ষে দুপুর আড়াইটায় স্বাস্থ্যবিধি মেনে চাঁদপুর সরকারি মহিলা কলেজে বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির উপর আলোচনা সভার আয়োজন করা হয়।

কলেজের সাহিত্য ও সংস্কৃতি কমিটির আহ্বায়ক এবং ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ মাসুদ হোসেনের সভাপ্রধানে এবং ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ জহিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের খান এবং শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ এনামুল হক। এছাড়াও বক্তব্য রাখেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. কানিজ ফাতেমা, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আফসার আলী শিকদার প্রমুখ।

আলোচনা অনুষ্ঠানে মোঃ মোতাসিম বিল্লাহ্, মোঃ মহিউদ্দিন, মোহাম্মদ ফয়জুর রহমান, পেয়ার আহাম্মদ, মোহাম্মদ ফিরোজ আলম চৌধুরী, মোঃ এনামুল হক, মোহাম্মদ ইলিয়াছ হোসেন, নুরুননাহার, মাসুমা-তুন-নূর, জান্নাতুল ফেরদৌস, মোঃ গোলাম রিদওয়ান, ফেরদাউস আমিন, মোঃ সাইদুল ইসলাম, কামনাশীষ দেবনাথ, উৎপল চন্দ্র দাস, মোহাম্মদ মমিনুল ইসলাম, মোঃ আসাদুজ্জামানসহ সকল শিক্ষক ও কর্মচারী, বিএনসিসি, রেডক্রিসেন্ট, গার্লস্ ইন রোভারের সদস্যরা উপস্থিত ছিলেন।

কলেজের অধ্যক্ষ তাঁর বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমি, যুদ্ধ-পরবর্তী পর্যায়ে বঙ্গবন্ধু কর্তৃক দেশ গঠন, ১৯৪৭ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত জাতির পিতার রাজনীতি ও দর্শন, বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, বিশ্ব দরবারে বাংলাদেশের অবস্থান প্রভৃতি সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন এবং বঙ্গবন্ধুর জীবন ও দর্শন থেকে শিক্ষার্থীদেরকে নিজের জীবন গঠন করে দেশ মাতৃকার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলার বাস্তবায়নকারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এককালের ‘তলাবিহীন ঝুড়ি’ বিশ^ অর্থনীতিতে বাংলাদেশ, বর্তমানে ৪১তম স্থানে উঠে এসেছে। বিশে^র দ্রুত বর্ধনশীল দেশের তালিকায় বাংলাদেশ এখন পঞ্চম। ২০২০-২১ সালে রপ্তাানি আয় দাঁড়িয়েছে ৩৮.৭৫ বিলিয়ন মার্র্কিন ডলার। জিডিপির আকার ৪১ হাজার ১০০ কোটি ডলার। মাথাপিছু আয় ২ হাজার ৫৫৪ ডলার। রিজার্ভ ৪ হাজার ৮০০ কোটি ডলার। আমদানি ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৮ কোটি ডলারে, আর রাজস্ব আয় ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা। রেমিটেন্স বেড়ে দাঁড়িয়েছে ২৫ বিলিয়ন ডলারে, যা দারিদ্র্য বিমোচনে বড় অবদান রেখে চলছে। গত ৫০ বছরে দারিদ্র্যের হার ৭০ শতাংশ থেকে কমে ২০.৫ শতাংশে এসে দাঁড়িয়েছে। রিজার্ভ থেকে বাংলাদেশ প্রথমবারের মতো শ্রীলঙ্কাকেও ঋণ সহায়তা দিয়েছে। রাজস্ব আয়ের যে উদ্বৃত্ত অংশ থাকে, তা বিনিয়োগ করা হচ্ছে উন্নয়ন বাজেটে। এখন উন্নয়ন ব্যয়ের মাত্র ৩০ শতাংশ আসছে বৈদেশিক সাহায্য থেকে। বাকি ৭০ শতাংশই নিজস্ব অর্থ থেকে জোগান দেয়া সম্ভব হচ্ছে। বাংলাদেশের মানুষের গড় আয়ু এখন ৭২ বছর, যেখানে ভারতের ৬৮ বছর এবং পাকিস্তানের ৬৬ বছর। জিডিপি প্রবৃদ্ধি, মাথাপিছু আয়, রিজার্ভ, রেমিটেন্স, রপ্তানি, জন্মহার, মৃত্যুহার, শিক্ষার হার, দারিদ্র্যের হার এমন আর্থ-সামাজিক সব সূচকেই বাংলাদেশ তার অপ্রতিরোধ্য সক্ষমতার স্বাক্ষর রাখতে পেরেছেন। ১৯৭৫-এর পর থেকে আজ পর্যন্ত যে পরিমাণ অর্থনীতির প্রবৃদ্ধি ঘটেছে তার ৭৩ শতাংশই গত ১২ বছরে। বিশ্লেষকরা বলেছেন, বাংলাদেশকে এখন অনেক দেশই সমীহ করছে। অনেক আন্তর্জাতিক সংস্থাই মনে করছে, ২০৫০ সালের মধ্যেই বাংলাদেশ ২৩তম উন্নত অর্থনীতির দেশ হবে।

সূর্যোদয়ের সাথে সাথে কলেজের অধ্যক্ষের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল ৭টায় ‘অঙ্গীকার’ পাদদেশে স্বাস্থ্যবিধি মেনে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ১৫ ডিসেম্বর দুপুর দেড়টায় কলেজের অধ্যক্ষ বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর তিনদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং ওইদিন সন্ধ্যা ৬টায় মহান বিজয় দিবস উপলক্ষে কলেজ ক্যাম্পাসে আলোকসজ্জাকরণ উদ্বোধন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়