শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২১, ০০:০০

কচুয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ॥ আবারও তদন্ত
মেহেদী হাসান ॥

কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের ৭৯নং হারিচাইল-হাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফার বিরুদ্ধে আনীত অনিয়মের অভিযোগে আবারও তদন্ত হয়েছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে কমিটি গঠনে অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ ও বিদ্যালয়ের গাছ কেটে নিজের বাড়িতে নিয়ে যাওয়া, কমিটির সদস্যদের স্বাক্ষর জাল করে রেজুলেশন লেখা ও ব্যাংক থেকে অবৈধভাবে অর্থ উত্তোলন করে আত্মসাৎ করার অভিযোগে স্থানীয় শিক্ষানুরাগী খোরশেদ আলম পাটওয়ারী চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করলে বুধবার শাহরাস্তি উপজেলা সহকারী শিক্ষা অফিসার আক্তার হোসেন সরজমিনে এসে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোঃ মহিনউদ্দিন তদন্ত কার্যক্রমে উপস্থিত হয়ে দাবি করেন, রেজুলেশনে যে স্বাক্ষর রয়েছে এটি তার দেওয়া স্বাক্ষর নয়। প্রধান শিক্ষক স্বাক্ষর জাল করে অনিয়ম করেছেন। একইভাবে কমিটির সদস্য আঃ জলিলও তার স্বাক্ষর জাল করেছে বলে তদন্ত অফিসারকে জানান।

অভিযুক্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফা জানান, আমি কোনো অনিয়ম-দুর্নীতি করিনি। অর্থ যা এসেছে তা দিয়ে বিদ্যালয়ের কাজ করেছি এবং বাকি টাকা ব্যাংকে জমা আছে।

তদন্ত অফিসার আক্তার হোসেন জানান, তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। শীঘ্রই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন দাখিল করবো।

এদিকে একই অভিযোগ কচুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নিকট দাখিল করা হলে তদন্ত করার জন্যে উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র সরকারকে দায়িত্ব প্রদান করেন। দায়িত্বপ্রাপ্ত হয়ে তিনি গত ২৭ অক্টোবর তদন্ত কার্যক্রম পরিচালনা করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়